আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

মানুষ সমাজবদ্ধ জীব। সমাজের বসবাসকারী মানুষ সৌহার্দ,সহযোগিতা ও সাধারণ স্বার্থের ভিত্তিতে পারস্পরিক সংগঠনের জন্য নিজেদের ভিতর একতা গড়ে তোলে। একতাই শক্তির উৎস এবং বিছিন্নতা মানুষকে অসহায় দুর্বল করে রাখে।

সমাজ জীবনে মানুষ অহরহ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এই সকল সমস্যার সুষ্ঠ সমাধান মানুষকেই খুঁজে বের করতে হয় স্বীয় প্রয়োজনের তাগিদে। একক ও ব্যক্তিগত প্রচেষ্টায় কারো পক্ষে এই কাজ সম্পাদন করা সব সময় সহজ ও ফলপ্রসূ হয় না। অতএব একতা,সৌহার্দ ও সম্প্রীতির মাধ্যমে মানুষকে ইস্পিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।

এই নীতি ও মহৎ উদ্দেশ্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা হিলভিউ আবাসিক এলাকার প্লটের মালিকগণ একটি আবাসিক কল্যাণ সমিতি গঠনের সিন্ধান্ত নিয়েছি। সমিতির উদ্দেশ্যে,আদর্শ ও সাংগঠনিক রীতিনীতি আমাদের চালিকা শক্তি হিসাবে কাজ করবে।

লক্ষ এবং উদ্দেশ্য

  • ক) এই সমিতির সাধারণ সদস্য/সদস্যা বা তাদের পরিবারবর্গের মধ্যে পারস্পারিক সম্প্রীতি,সহমর্মিতা ,মৈত্রীর সুদৃঢ় বন্ধন ,ভ্রাতৃত্ব ও সৌহাদার্পূণ সম্পর্ক স্থাপন,একতা ও সুপ্রতিবেশী সুলভ সর্ম্পক গড়ে তোলা, প্রতিকুল অবস্থায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং সমঝোতার ভিক্তিতে ভ্রাতৃসুলভ চেতনার প্রসার ঘটানো এই সমিতির লক্ষ্য।
  • খ) সমিতির বাসিন্দা তথা সমিতির সদস্যবৃন্দের মধ্যে পারস্পারিক সমঝোতার ভিক্তিতে ভাতৃসুলভ চেতনার প্রসার ঘটানো ও আমাদের সমিতির প্রধান উদ্দেশ্যে।
  • গ) হিলভিউ আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যুগোপযোগী উন্নত আবাসিক এলাকা গঠনের জন্য নিরবিচ্ছিন্ন উন্নয়ন প্রচেষ্টা চালানো ও পরিবেশ বান্ধব কর্যক্রম গ্রহন করাই এই সমিতির অন্যতম লক্ষ্য।
  • ঘ)শিশু কল্যাণ, যুবকল্যাণ,মহিলা কল্যাণ,পরিবার পরিকল্পনা কারিগরি প্রশিক্ষন এলাকাবাসির ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ, উন্নয়ন, ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা, স্বাস্থসম্মত পরিবেশ নিশ্চিত করাই এই সমিতির উদ্দেশ্য।
  • ঙ) হিলভিউ আবাসিক এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করানোর জন্য এই সমিতি দৃঢ় প্রতিজ্ঞ
0
মোট প্লট
0
সদস্য
0
কার্যনির্বাহী পরিষদ
0
প্রকল্প বাস্তবায়ন

আমাদের কার্যনির্বাহী পরিষদ

মোহাম্মদ সফিকুল ইসলাম

সভাপতি
প্লট নং: 02-বি

মো: আবু ইউছুপ চৌধুরী হেলাল

সহ-সভাপতি
প্লট নং: বি - ৫৪

এডভোকেট মো জহুরুল আলম

সাধারণ সম্পাদক
প্লট নং: এ - ৯৯