সভাপতির বাণী

সভাপতির বাণী

মানুষ সমাজবদ্ধ জীব। সমাজের বসবাসকারী মানুষ সৌহার্দ,সহযোগিতা ও সাধারণ স্বার্থের ভিত্তিতে পারস্পরিক সংগঠনের জন্য নিজেদের ভিতর একতা গড়ে তোলে। একতাই শক্তির উৎস এবং বিছিন্নতা মানুষকে অসহায় দুর্বল করে রাখে।

সমাজ জীবনে মানুষ অহরহ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এই সকল সমস্যার সুষ্ঠ সমাধান মানুষকেই খুঁজে বের করতে হয় স্বীয় প্রয়োজনের তাগিদে। একক ও ব্যক্তিগত প্রচেষ্টায় কারো পক্ষে এই কাজ সম্পাদন করা সব সময় সহজ ও ফলপ্রসূ হয় না। অতএব একতা,সৌহার্দ ও সম্প্রীতির মাধ্যমে মানুষকে ইস্পিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।

এই নীতি ও মহৎ উদ্দেশ্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা হিলভিউ আবাসিক এলাকার প্লটের মালিকগণ একটি আবাসিক কল্যাণ সমিতি গঠনের সিন্ধান্ত নিয়েছি। সমিতির উদ্দেশ্যে,আদর্শ ও সাংগঠনিক রীতিনীতি আমাদের চালিকা শক্তি হিসাবে কাজ করবে।
0
মোট প্লট
0
সদস্য
0
কার্যনির্বাহী পরিষদ
0
প্রকল্প বাস্তবায়ন

আমাদের কার্যনির্বাহী পরিষদ

মোহাম্মদ সফিকুল ইসলাম

সভাপতি
প্লট নং: 02-বি

মো: আবু ইউছুপ চৌধুরী হেলাল

সহ-সভাপতি
প্লট নং: বি - ৫৪

এডভোকেট মো জহুরুল আলম

সাধারণ সম্পাদক
প্লট নং: এ - ৯৯